বৃহস্পতিবার | ২২ জানুয়ারি | ২০২৬
spot_img

আমেরিকার পণ্যে পাল্টা শুল্ক আরোপ করবে ভারত

মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ভারত। বিশ্ব বাণিজ্য সংস্থায় দাখিল করা বিজ্ঞপ্তিতে নয়াদিল্লি জানিয়েছে, গাড়ি ও যন্ত্রাংশে আমেরিকার ২৫ শতাংশ শুল্ক আরোপের ফলে ভারতের প্রায় ২৮৯ কোটি ডলারের রফতানি ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া, আমেরিকার এই শুল্ক আরোপের ফলে তারা বছরে ভারত থেকে প্রায় ৭২ কোটি ৫০ লাখ ডলার শুল্ক আদায় করবে।

শুক্রবার (৪ জুলাই) বিশ্ব বাণিজ্য সংস্থাতে (WTO) একটি আনুষ্ঠানিক নোটিফিকেশন জমা দেয় ভারত।

এর মাধ্যমে ভারত পাল্টা শুল্ক আরোপের অধিকারের কথা মার্কিন যুক্তরাষ্ট্রকে স্বরণ করিয়ে দেয়। সেইসঙ্গে আমেরিকার পণ্যের ওপর সমপরিমাণ শুল্ক আদায়ের কথা জানায়। তবে এখনো নির্দিষ্ট করে জানায়নি কোন কোন মার্কিন পণ্যের ওপর এই শুল্ক আরোপ করা হবে।

বাণিজ্য আলোচনায় আমেরিকার জন্য কিছু ক্ষেত্রে শুল্কহার কমাতে রাজি নয়াদিল্লি। তবে কৃষি ও দুগ্ধ খাত উন্মুক্ত করার বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না। এদিকে ৯ জুলাইয়ের মধ্যে চুক্তি না হলে ভারতের সব রফতানি পণ্যে ২৬ শতাংশ শুল্ক বসানোর হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেয় এবং কোনো সময়সীমা বা আলটিমেটামের ভিত্তিতে বাণিজ্য চুক্তি করে না। উপযুক্ত শর্তে ভালো কোনো চুক্তি সম্ভব হলে ভারত সেটি করতে প্রস্তুত।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ