তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকারকে রাশিয়ার স্বীকৃতি দেওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে প্রতিবেশী দেশ পাকিস্তান।
এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শফকত আলী খান বলেন, “রাশিয়া এ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শক্তি, যার বৈধ নিরাপত্তা স্বার্থ রয়েছে এবং এ অঞ্চলের সকল দেশের সাথে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। পাকিস্তানও রাশিয়ার সাথে উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখছে।”
রাশিয়া-আফগানিস্তান সম্পর্ক প্রসঙ্গে শফকত আলী খান বলেন, “রাশিয়া ও আফগানিস্তানের সম্পর্ক দুটি সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়। পাকিস্তান রাশিয়ার এই সিদ্ধান্ত লক্ষ্য করেছে।”
আফগানিস্তানের সাথে পাকিস্তানের সম্পর্ক নিয়ে তিনি আরও বলেন, “পাকিস্তানের জন্য আফগানিস্তানের সাথে সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তান এই সম্পর্ককে আরও শক্তিশালী ও সম্প্রসারিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।”
সন্ত্রাসবাদের বিষয়ে পাকিস্তানের অবস্থান পুনর্ব্যক্ত করে মুখপাত্র বলেন, “সন্ত্রাসবিরোধী বিষয়টি এখনো একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে রয়েছে, যা আমরা আমাদের আফগান বন্ধুদের সাথে বারবার তুলে ধরেছি। পাকিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত সন্ত্রাসীরা আফগানিস্তানে নিরাপদ আশ্রয় গ্রহণ করছে। আর অবশ্যই, পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতায় ভারত জড়িত।”
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাশিয়া আনুষ্ঠানিকভাবে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেছে। এর মাধ্যমে রাশিয়া প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের বর্তমান সরকারকে স্বীকৃতি দিল।
সূত্র : আরিয়ানা নিউজ