সোমবার | ২০ অক্টোবর | ২০২৫

ইমরান খানের মুক্তির দাবীতে পাকিস্তানজুড়ে বিক্ষোভ; শত শত নেতা-কর্মী ও সমর্থক গ্রেফতার

মিথ্যা মামলায় ২ বছর যাবত কারারুদ্ধ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবীতে পাকিস্তানজুড়ে বিক্ষোভ করেছে তার সমর্থক ও দলের নেতা-কর্মীরা।

মঙ্গলবার (৫ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে একথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ইমরান খানকে কারাদণ্ডাদেশ দেওয়ার ২য় বার্ষিকীতে আজ মঙ্গলবার পাকিস্তানজুড়ে বিক্ষোভ করেছে তার সমর্থক ও তার দল পিটিআইয়ের নেতা-কর্মীরা।

সোমবার পিটিআইয়ের এক্স একাউন্টে ইমরান খানের নামে লিখিত একটি বার্তা প্রকাশ করা হয়। যেখানে ইমরান খান পাকিস্তানে সত্যিকারের গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ প্রতিবাদ করার জন্য তার সমর্থকদের আহ্বান জানান।

পিটিআইয়ের এমন কর্মসূচির প্রেক্ষিতে দেশটির সরকার সোমবার রাতেই যেকোনো ধরণের সভা-সমাবেশ নিষিদ্ধের ঘোষণা দেয়। এছাড়া পুলিশ এক বিবৃতিতে জানায়, তারা দেশের প্রধান প্রধান শহরগুলোতে নিরাপত্তা জোরদার করছেন। আইন অমান্য করে কোনো সভা-সমাবেশ হলে তারা তাৎক্ষণিক ব্যবস্থা নিবেন।

এর প্রতিক্রিয়ায় পিটিআই নেতা এবং জাতীয় পরিষদের প্রাক্তন স্পিকার আসাদ কায়সার তাদের বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে প্রতিশ্রুতি দেন। পিটিআই সরকারের সাথে সংঘাতে জড়াতে চায় না বলেও জানান।

অপরদিকে ইমরান খান প্রতিষ্ঠিত রাজনৈতিক দল পিটিআইয়ের বর্তমান চেয়ারম্যান গওহর আলী খান এক বিবৃতিতে জানান, “পিটিআই তাদের বিক্ষোভ সমাবেশ থেকে পিছু হটবে না। পিটিআই প্রতিষ্ঠাতার নির্দেশে আজই সমাবেশ অনুষ্ঠিত হবে। খানের মুক্তি না হওয়া পর্যন্ত এধরণের কর্মসূচি অব্যাহত থাকবে।”

সংবাদমাধ্যমের তথ্যমতে, পাকিস্তানের বড় বড় শহরগুলোতে অনুষ্ঠিত আজকের বিক্ষোভ সমাবেশ থেকে পুলিশ পিটিআইয়ের শত শত নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। বিশেষত, লাহোরে বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাদের প্রথমে হামলা করে এবং ২০০ এর অধিক নেতা-কর্মীকে গ্রেফতার করে।

এছাড়া পাঞ্জাবেও বিক্ষোভকারীদের উপর দমনপীড়ন চালিয়ে গ্রেফতার করা হয়। পিটিআইয়ের প্রকাশিত ভিডিওতে, পাঞ্জাব পুলিশকে রেহানা দার নামের একজন বয়স্ক মহিলাকে টেনেহিঁচড়ে গ্রেফতার করে নিয়ে যেতে দেখা যায়।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img