শনিবার | ১২ জুলাই | ২০২৫

কাবুল সফরে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার প্রধান

spot_imgspot_img

পাকিস্তানের সেনা গোয়েন্দা সংস্থা- আইএসআই’র প্রধান লে. জেনারেল ফাইজ হামিদ কাবুলে সফরে গেছেন।

পাকিস্তানের গণমাধ্যম সূত্রে জানা যায়, শনিবার সকালে একটি শক্তিশালী প্রতিনিধিদল নিয়ে জেনারেল ফাইজ হামিদ কাবুলে পৌঁছেছেন। আফগানিস্তানের জনপ্রিয় নিউজ চ্যানেল তোলোনিউজ জেনারেল হামিদের কাবুল সফরের একটি ছবি প্রকাশ করেছে।

তালেবান কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর জেনারেল হামিদ হচ্ছেন আফগানিস্তান সফরকারী সবচেয়ে পদস্থ পাকিস্তানি কর্মকর্তা। তালেবানের আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হচ্ছে বলে ঘোষণা করা হয়েছে।

সফরকালে আইএসআই প্রধান তার তালিবানি সমকক্ষ নাজিবুল্লাহসহ অন্যান্য তালেবান কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

জেনারেল ফাইজ হামিদের কাবুল সফর সম্পর্কে এর চেয়ে বেশি আর কোনো তথ্য প্রচার করা হয়নি এবং তালেবানের পক্ষ থেকেও এ ব্যাপারে কিছু জানানো হয়নি।

সূত্র : পার্সটুডে

সর্বশেষ

spot_img
spot_img
spot_img