বুধবার | ১৬ জুলাই | ২০২৫

আওয়ামী লীগের সভা চলাকালে ফ্লোর ধস, সভাপতিসহ আহত ১০

spot_imgspot_img

নেত্রকোনার খালিয়াজুরীতে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা চলাকালে দলীয় কার্যালয়ের ফ্লোর ধসের ঘটনা ঘটেছে। এতে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ ১০ নেতাকর্মী আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

অন্যান্য আহতরা হলেন- খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য গোলাম আবু ইসহাক, যুগ্ম সাধারণ সম্পদক ও মেন্দিপুর ইউপি চেয়ারম্যান লোকমান হেকিম, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক সুমন চক্রবর্তী, নূরুল হুদা জুয়েল, গাজিপুর ইউনিয়ন ভারপ্রাপ্ত সভাপতি মাহফুজুর রহমান, খালিয়াজুরী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিহারেন্দ্র দেব রায়।

জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে বালু ভরাটের পর আধাপাকা ভবন নির্মাণ করে কার্যালয়টি তৈরি করা হয়েছিল। খালিয়াজুরী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া জব্বার গত ১৭ ফেব্রুয়ারি মারা গেলে প্রার্থী বাচাইয়ের জন্য আজ বর্ধিত সভা চলছিল।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম আরিফুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। কয়েক বছর আগে বালি দিয়ে ভরাট করে কার্যালয়টি নির্মাণ করা হয়েছিল। ভবনের মাটি দেবে গেছে। ধসের ঘটনায় কেউ গুরুত্বর আহত হয়নি।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img