বৃহস্পতিবার | ১০ জুলাই | ২০২৫

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আমেরিকার ৫ সেনা নিহত

spot_imgspot_img

আমেরিকার স্যান দিয়াগো উপকূলে মার্কিন নৌবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচ সেনা নিহত হয়েছে। তবে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণও প্রকাশ করেনি মার্কিন কর্তৃপক্ষ।

গত মঙ্গলবার স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায় এ ঘটনা ঘটে। সী-হক হেলিকপ্টারটি বিধ্বস্ত হলেও সেনাদের মৃত্যুর খবর গোপন রাখে হোয়াইট হাউজ।

জানা যায়, হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর পাঁচ নৌসেনার আহত ও নিখোঁজ হওয়ার খবর প্রচার করে মার্কিন সামরিক বাহিনী। তিনদিন খোঁজাখুজির পর বৃহস্পতিবার শেষ নাগাদ উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। এখনো নিহত সেনাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

আমেরিকা থেকে প্রকাশিত মিলিটারি ডট কম ম্যাগাজিন জানিয়েছে, ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী যুদ্ধজাহাজের কাছে হেলিকপ্টারটি বিধ্স্ত হয়। উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণার সময় জানানো হয় যে, হেলিকপ্টারটি বিধ্স্ত হওয়ার পরপরই মাত্র এক সেনাকে উদ্ধার করা হয়, বাকি পাঁচজন নিখোঁজ রয়েছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img