নোয়াখালী জেলা আওয়ামী লীগের কমিটিকে নিয়ে সংগঠনটির তিন পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে জেলা শহর মাইজদীতে উত্তেজনা বন্ধ করতে আগামীকাল সোমবার (৬ সেপ্টেম্বর) পৌর এলাকায় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
রবিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম খান এ আদেশ জারি করেন।
জানা যায়, গত শুক্রবার (৩ সেপ্টেম্বর) নোয়াখালী জেলা আওয়ামী লীগের কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটির কেন্দ্রীয় নেতারা। সংসদে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা নোয়াখালীর রাজনীতির পরিস্থিতি নিয়ে আলোচনা করে আহ্বায়ক কমিটি করার সিদ্ধান্তে উপনীত হন। এর মধ্যেই আওয়ামী লীগের তিন পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে।