বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

আফগানিস্তানে খাদ্য সহায়তা পাঠিয়েছে তুরস্ক

আফগানিস্তানকে ৩৩ টন খাদ্য সহায়তা দিয়েছে তুরস্ক। তুরস্কের গণমাধ্যম ডেইলি সাবাহ এ তথ্য জানায়।

সোমবার তুরস্কের রেড ক্রিসেন্ট এসব সহায়তা কাবুলে এক অনুষ্ঠানের মাধ্যম দেশটিতে সংশ্লিষ্টদের হাতে তুলে দেয়।

খবরে বলা হয়, এসব খাবার ১৬ হাজার মানুষের এক মাসের চাহিদা মেটাবে।

কাবুলে তুরস্কের রাষ্ট্রদূত জিহাদ এরগিনে বলেন, সামনের মাসগুলোতে আরও সহায়তা দেওয়া হবে।

খাদ্য সহায়তা তুলে দেওয়ার সময় এরগিনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আফগানিস্তানে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

তিনি বলেন, ‘তুরস্কের রেড ক্রিসেন্ট এবং অন্যান্য এজেন্সিগুলো অব্যাহতভাবে আফগানিস্তানের জনগণকে সহায়তা করে যাবে। এটি আমাদের মানবিক দায়িত্ব’।

আফগান রেড ক্রিসেন্টের প্রধান সেফাতুল্লাহ কোরাইশি তুরস্কের এ সহায়তার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img