ময়মনসিংহ শহরের টাউন হল প্রাঙ্গণে আজ থেকে শুরু হয়েছে “ইসলামী বইমেলা-২০২৩”।
আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) দোয়ার মাধ্যমে মেলার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে দেশের শীর্ষ আলেম ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
১০ দিনব্যাপী এই মেলা চলবে ১৪ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত তা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। তবে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দুই ঘণ্টা নারীপ্রহর নির্ধারণ করা হয়েছে। এ সময়ে কেবল নারীরাই মেলায় প্রবেশের সুযোগ পাবেন।
পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে ইসলামী বইমেলার আয়োজন করেছে সিরাত গবেষণা প্রতিষ্ঠান সীরাতকেন্দ্র। মেলা বাস্তবায়নে সহযোগিতা করছে ময়মনসিংহ সিটি করপোরেশন ও ইত্তেফাকুল ওলামা বৃহত্তর মোমেনশাহী।
ইসলামী বইমেলা ময়মনসিংহ ২০২৩-এর সমন্বয়ক মাওলানা আমীর ইবনে আহমদ বলেন, আলহামদুলিল্লাহ! প্রতিবছরের মতো এবারো ময়মনসিংহের সব শ্রেণির আলেম, মাদরাসা শিক্ষার্থী ও দ্বিনপ্রিয় মানুষের আগ্রহে ইসলামী বইমেলা হতে যাচ্ছে। মেলার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইসলামী ধারার শীর্ষ প্রকাশনীগুলো মেলায় অংশ নিয়েছে।