বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

শত্রুর হুমকিতে আমরা ভীত নই : ইসমাইল

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের এলাদ শহরে ফিলিস্তিনিদের অভিযানে তিন ব্যক্তি নিহত হওয়ার পর তেল আবিবের কর্মকর্তারা প্রতিশোধ নেয়ার যে হুমকি দিয়েছেন তা উড়িয়ে দিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, শত্রুর হুমকিতে ফিলিস্তিনের জনগণ ভীত নয়।

হামাস নেতা বলেন, পূর্ব বায়তুল মুকাদ্দাসে অবস্থিত পবিত্র বায়তুল আকসা মসজিদ ফিলিস্তিনিদের কাছে রেড লাইন, এই পবিত্র মসজিদকে ইহুদি ও মুসলমানদের মধ্যে ভাগাভাগি করার বিষয়ে তেল আবিবের ষড়যন্ত্র সফল হবে না। তিনি আরো বলেন, হামাস নেতাদেরকে হত্যার হুমকি কখনো এ সংগঠনের যোদ্ধাদেরকে ফিলিস্তিনি ভূমি ও পবিত্র স্থানগুলো রক্ষা এবং ফিলিস্তিনিদের মাতৃভূমিতে ফিরে আসার লড়াই থেকে বিরত রাখতে পারবে না।

হামাস মুখপাত্র হাজেম কাসেমও এক বিবৃতিতে বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সেনারা মাঝেমধ্যেই মুসলমানদের পবিত্র স্থানগুলোর অবমাননা করে চলেছে। এ বিষয়ে ফিলিস্তিনি জনগণ যে দৃষ্টিভঙ্গী পোষণ করে তারই আংশিক প্রতিফলন হচ্ছে এলাদ শহরে ফিলিস্তিনি হামলাকারীর অভিযান। ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনও এলাদ শহরের অভিযানের প্রশংসা করেছে বলেছে, এটি হচ্ছে ইসরাইল অধিকৃত কুদস শহরের জনগণের বিজয়।

নাকবা বার্ষিকীর প্রাক্কালে গতকাল (বৃহস্পতিবার) অজ্ঞাত ফিলিস্তিনিদের অভিযানে অন্তত তিন ইহুদিবাদী ইসরাইলি নিহত এবং পাঁচজন আহত হয়েছে। এরপর ইসরাইলের দখলদার নেতারা ফিলিস্তিনের ওপর হামলার হুমকি দিয়েছেন।

পার্সটুডে

spot_img
spot_img

এই বিভাগের

spot_img