রবিবার | ২৮ ডিসেম্বর | ২০২৫
spot_img

বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের বই দেওয়ার পর এসএসসি পরীক্ষা নেওয়া হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, সারা দেশে বন্যা পরিস্থিতির উন্নতি হলে এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার পর এসএসসি পরীক্ষা নেওয়া হবে।

আজ বুধবার (৬ জুলাই) মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা নিয়মিত বন্যার খোঁজ রাখছি। বন্যায় অনেক শিক্ষার্থী বই হারিয়েছে। আমরা নতুন করে খোঁজ নিচ্ছি, কত জন শিক্ষার্থীর নতুন বই লাগবে। আমাদের কাছে প্রতিবছর স্টকে কিছু বই থাকে। কিন্তু, এবার বন্যায় এত ক্ষতি হবে, সেটা আমাদের বিবেচনায় ছিল না। প্রয়োজন হলে আমরা বই ছাপিয়ে হলেও শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেব। বই হাতে পৌঁছানোর পর অন্তত দুই সপ্তাহ তাদের সময় দিতে হবে। এরপর পরীক্ষা নেওয়া হবে বলে জানান তিনি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ