রিয়াদ-তেহরান পুনরায় কুটনৈতিক সম্পর্ক স্থাপনের পর, সরকারি দায়িত্ব পালনের উদ্দেশ্যে ইরানে নিযুক্ত সৌদি আরবের প্রথম রাষ্ট্রদূত আবদুল্লাহ আল-আনজি তেহরানে পৌঁছেছেন বলে জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) তিনি ইরানের রাজধানী তেহরানে পৌঁছান।
ইরানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আল-আনজি বলেন, “সৌদি আরব ও ইরান একে অপরের প্রতিবেশী। উভয় দেশের মধ্যে এমন অর্থনৈতিক ও প্রাকৃতিক সম্পদ রয়েছে যা এই অঞ্চলের সমৃদ্ধি, নিরাপত্তা, উন্নয়ন ও স্থিতিশীলতা আনতে অবদান রাখবে।”
২০১৬ সালে শিয়া সম্প্রদায়ের প্রভাবশালী ধর্মীয় নেতা নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি আরব। এ ঘটনার পর তেহরানের সৌদি দূতাবাস ও মাশহাদ কনস্যুলেটে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। এরপর ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছেদ করে সৌদি আরব।
উল্লেখ্য, এই বছরের শুরুতে চীনের মধ্যস্থতায় রিয়াদ ও তেহরান পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।
সূত্র: মিডল ইস্ট মনিটর