পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলের বাইরে শুক্রবার ইমরান খানের বোন আলিমা খানমের দিকে ডিম নিক্ষেপ করা হয়েছে। তোশাখানা মামলার শুনানি শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ দুই নারী তাঁর দিকে ডিম ছুড়ে, অন্তত একটি ডিম তাঁর গায়ে লাগে। ঘটনার পর আলিমা খান বলেন, “আমরা বিচলিত নই, আমরা জানতাম এমন কিছু ঘটতে পারে।” এরপর তিনি গাড়িতে উঠে স্থান ত্যাগ করেন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাওয়ালপিন্ডি আদিয়ালা জেলের সামনে এই ঘটনা ঘটে।
হামলার পর উপস্থিত জনতা উত্তেজিত হয়ে ওঠে। সন্দেহভাজন দুই নারী গাড়িতে পালাতে চাইলে পিটিআই কর্মীরা তাদের গাড়ি ঘিরে ধরে, এসময় জানালা ভাঙার ঘটনাও ঘটে। পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে দুই নারীকে আটক করে নিয়ে যায়।
রাওয়ালপিন্ডি পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, আটক দুই নারী খাইবার পাখতুনখাওয়া থেকে এসেছেন। তাঁরা সরকারি কর্মচারী সংগঠন অল গভর্নমেন্ট এমপ্লয়িজ গ্র্যান্ড অ্যালায়েন্স ও এপিসিএ-এর কর্মসূচিতে যোগ দিতে রাওয়ালপিন্ডি আসেন। আলিমা খানম তাদের প্রশ্নের উত্তর না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে ডিম ছোড়েন বলে পুলিশের ধারণা।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনাটির পূর্ণ তদন্ত হবে। উত্তেজনা এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আলিমা খান ঘটনাস্থলেই শান্তভাবে প্রতিক্রিয়া দেন এবং পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তবে তিনি জানান, ভয় পাওয়ার কিছু নেই।
পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) এই হামলাকে “লজ্জাজনক” আখ্যা দিয়ে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। দলের চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলি খান অভিযোগ করেন, ঘটনাটি পরিকল্পিত ছিল এবং পুলিশ হামলাকারীদের পালাতে সহায়তা করেছে। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, ইমরান খানের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ, পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল ও সাবেক মন্ত্রী খাজা সাদ রফিক ঘটনাটির নিন্দা জানিয়ে বলেন, রাজনৈতিক মতবিরোধ থাকলেও নারীর প্রতি অশোভন আচরণ মেনে নেওয়া যায় না। সিন্ধুর জ্যেষ্ঠ মন্ত্রী শরজিল মেমনও রাজনৈতিক সংস্কৃতিতে শালীনতা বজায় রাখার আহ্বান জানান।
সূত্র : ডন, দুনিয়া নিউজ, সামা টিভি, জিও নিউজ ও এক্সপ্রেস ট্রিবিউন