১৯ বছর ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের কারাগারে বন্দিজীবন কাটিয়ে অবশেষে মুক্তি পেয়েছেন মাজদি হুসেইন আল-কুবাইসি নামের একজন ফিলিস্তিনি যুবক। তার বিরুদ্ধে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেডের সদস্য হওয়ার অভিযোগ তোলে তেল আবিব।
বৃহস্পতিবার (৪ নভ্ম্বের) তাকে মুক্তি দেওয়া হয়।
জানা যায়, রামাল্লাহর কাছে একজন অবৈধ ইহুদিবাদী বসতি স্থাপনকারীর গাড়িতে হামলা চালানোর অভিযোগে ২০০২ সালের নভেম্বর মাসে পশ্চিম তীরের রামাল্লাহ শহরের নিকটবর্তী আবওয়েইন গ্রামে হানা দিয়ে নিজ বাড়ি থেকে তাকে ধরে নিয়ে যায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি সেনারা।
এরপর ফিলিস্তিনের এই হতভাগ্য বন্দিকে টানা দুই মাস রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেখানে তার ওপর অকথ্য ও অমানুষিক নির্যাতন চালায় বর্বর ইসরাইলি সেনারা।
গ্রেফতার হওয়ার আগে কুবাইসি পশ্চিম তীরের বিরজেইত বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়তেন। কিন্তু দখলদার ইহুদি শক্তি তার শিক্ষাজীবন শেষ করতে দেয়নি। এছাড়া, টানা কয়েক বছর পরিবারের সদস্যদেরকে তার সঙ্গে দেখা করতেও দেওয়া হয়নি।
তবে ইসরাইলি সেনারা কারাগারে তার পড়াশুনা থামিয়ে রাখতে পারেনি। ২০০৮ সালে কুবাইসি মাত্র নয় মাসে পবিত্র কুরআনের হাফেজ হন।
বর্তমানে ইহুদিবাদী ইসরাইলের কারাগারে অন্তত ৭,০০০ ফিলিস্তিনি বন্দি রয়েছেন যাদের বেশিরভাগই আটক রয়েছেন বিনা বিচারে ও বিনা অভিযোগে।