বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের অভিযোগে মাদরাসার দুই ছাত্র আটক

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের অভিযোগে মাদরাসার দুই ছাত্রকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

শনিবার (৫ ডিসেম্বর) গভীর রাতে কুষ্টিয়ার যুগিয়া এলাকার একটি মাদরাসা থেকে তাদের আটক করা হয়।

কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভির আরাফাত জানান, সিসিটিভির ফুটেজ দেখে এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। অল্প সময়ের মধ্যে ভালো খবর দেওয়া যাবে।

এ ব্যাপারে রোববার দুপুরে কুষ্টিয়া প্রেস ব্রিফ্রিং করে বিস্তারিত জানাবেন বলে জানান তিনি।

একাধিক সূত্র বলছে, ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের সঙ্গে জড়িত দুই ছাত্রকে আটক করেছেন।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img