বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

২১ ফিলিস্তিনীকে ধরে নিয়ে গেছে ইসরাইলি সেনারা; শহীদ ১

শরণার্থী শিবিরে দখল করার প্রতিবাদ করায় ২১ জন ফিলিস্তিনীকে ধরে নিয়ে গেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনারা। এছাড়াও এক ফিলিস্তিনী যুবকের মাথায় গুলি করে ওই ইহুদি সেনারা তাকে শহীদ করে।

বৃহস্পতিবারও (৬ জানুয়ারি) পশ্চিমতীরের নাবলুসের বালাতা শরণার্থী শিবিরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

ইসরাইলি সেনাদের গুলিতে শহীদ হওয়া ২১ বছর বয়সী ওই ফিলিস্তিনী যুবকের নাম বাকের মুহাম্মাদ হাশাস।

হাশাসের পরিবার জানিয়েছে, দীর্ঘদিন ধরেই ইসরাইলি সেনাবাহিনী তাকে গ্রেফতার করতে উঠে পড়ে লেগেছিল। ইসরাইলি সেনারা হাশাসকে গ্রেফতার করবে জেনেও বৃহস্পতিবার শরণার্থী শিবিরের দিকে যান বলে জানান তার মা। এদিন সারারাত হামলা চালিয়ে ব্যাপক ধরপাকড় চালানো হয়। গ্রেফতার করা হয় বেশ কয়েকজন ফিলিস্তিনিকে।

এদিকে নিরীহ ফিলিস্তিনিকে শহীদ ও গ্রেফতারের প্রতিবাদে এদিন শরণার্থী শিবিরে বিক্ষোভ করেন পশ্চিমতীরের সাধারণ ফিলিস্তিনিরা। প্রতিদিনই পশ্চিমতীর ও রামাল্লাভিত্তিক ফিলিস্তিন কর্তৃপক্ষের অধিনে থাকা এলাকাতে ইসরাইলি বাহিনীর হামলার তীব্র নিন্দা জানান তারা।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img