সোমবার, এপ্রিল ৭, ২০২৫

ভারতে দরগার চুড়ায় উঠে গেরুয়া পতাকা উত্তোলন ও জয় শ্রীরাম স্লোগান দিল উগ্র হিন্দুত্ববাদীরা

ভারতের উত্তরপ্রদেশে হিন্দুদের ধর্মীয় উৎসব রামনবমী চলাকালীন সময়ে একটি দরগা’তে রীতিমতো তান্ডব চালিয়েছে উগ্র হিন্দুত্ববাদীরা। মাসুদ গাজীর দরগাহ নামে পরিচিত এই সমাধির উপরে উঠে উড়ানো হয়েছে অপবিত্র গেরুয়া পতাকা। সেই সঙ্গে দেওয়া হয়েছে সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষমূলক স্লোগান।

রবিবার (৬ এপ্রিল) ভারতের উত্তর প্রদেশ রাজ্যের প্রয়াগরাজ জেলার গঙ্গানগর অঞ্চলের সিকান্দরা এলাকায় ঘটনাটি ঘটেছে।

গঙ্গানগর অঞ্চলের ডেপুটি পুলিশ কমিশনার কুলদীপ সিং গুনাওয়াত জানান‌, ঘটনার সময় তিনজন ব্যক্তি দরগার গম্বুজে উঠে পড়েন। তাদের সাথে অন্যরা নিচে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকে। পরে সবাই বাইকে করে পালিয়ে যায়।

তিনি বলেন, “হিন্দুদের ধর্মীয় উৎসব রামনবমীর একটি মিছিল চলাকালীন সময়ে কিছু দুষ্কৃতকারী দরগায় উঠে গিয়ে জয় শ্রী রাম ধ্বনি দেন এবং গেরুয়া পতাকা উড়ান। এসময় ঘটনাস্থলে থাকা নিরাপত্তারক্ষীরা এই ঘটনা থামাতে ব্যর্থ হন। এসব পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

উল্লেখ্য, এই হামলার নেতৃত্ব ছিলেন মহেন্দ্র প্রতাপ সিং নামের এক উগ্র হিন্দুত্ববাদী। তিনি এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপির নেতা।

সূত্র: এনডিটিভি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img