পাকিস্তানের মাটিতে মধ্যরাতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ভারতের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান বিমান বাহিনী।
বুধবার (৭ মে) ভোরে পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভি নিউজ নিরাপত্তা সূত্রের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে।
পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, “ভারতের কাপুরুষোচিত হামলায় কোটলি, বাহাওয়ালপুর, মুরিদকে, বাঘ ও মুজাফফরাবাদে তিনজন শহীদ হয়েছেন এবং আরও ১২ জন আহত হয়েছেন। হামলাগুলো চালানো হয় মধ্যরাতের পর। এর পরপরই পাকিস্তান সেনাবাহিনী পাল্টা অভিযানে নামে।”
তিনি আরও বলেন, “পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সব বিমান প্রস্তুত রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী সর্বাত্মক জবাব দিচ্ছে।”
পিটিভি নিউজ এক প্রতিবেদনে জানায়, “পাকিস্তানি বাহিনী ভারতীয় আগ্রাসনের উপযুক্ত জবাব দিচ্ছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, পাকিস্তান বিমান বাহিনী শত্রুপক্ষের দুটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। আমাদের সব বিমান নিরাপদ রয়েছে।”