ভারতের হামলায় দুই শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছে। এর মধ্যে একটি মসজিদেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।
আইএসপিআরের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বিবিসিকে বলেন, “হামলাগুলো একাধিক স্থানে চালানো হয়েছে, যার মধ্যে একটি মসজিদও রয়েছে।”
তিনি এই হামলাকে “আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন” হিসেবে উল্লেখ করেন।
এছাড়া তিনি জানান, হামলায় এখন পর্যন্ত সাতজন নিহত হয়েছেন, যাদের মধ্যে কমপক্ষে দুইজন শিশু রয়েছে।
পূর্বে আইএসপিআর নিশ্চিত করেছিল, ভারতের বিমান বাহিনী কোটলি, বাহাওয়ালপুর, মুরিদকে, বাঘ ও মুজাফফরাবাদে পাঁচটি স্থানে রাতের আঁধারে হামলা চালিয়েছে। পাকিস্তান জানিয়েছে, এতে বেশ কিছু বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
জবাবে পাকিস্তান বিমান বাহিনী দুটি ভারতীয় যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে এবং দুধনিয়াল সেক্টরে একটি সামরিক পোস্ট ও একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করেছে বলে নিরাপত্তা সূত্র দাবি করেছে।
সূত্র : বিবিসি