বুধবার, মে ৭, ২০২৫

ভারতের আরেকটি রাফায়েল ভূপাতিত করেছে পাকিস্তান; এখন পর্যন্ত ভূপাতিত ৩

spot_imgspot_img

ভারতের আরেকটি রাফায়েল যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান।

বুধবার (৭ মে) পাক আন্ত:বাহিনীর জনসংযোগ বিভাগ ডিজি আইএসপিআরের বরাতে এক্সপ্রেস ট্রিবিউনের খবরে একথা জানানো হয়।

খবরে বলা হয়,আরেকটি ভারতীয় রাফায়েল যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তানের বিমানবাহিনী। এখন পর্যন্ত ২টি রাফায়েল ও একটি মিগ-২৯ ভূপাতিত করা হয়েছে।

এছাড়া ভারতের মধ্যরাতের বিমান হামলার জবাবে ভারতের একটি ব্রিগেড সদর দপ্তর ও লাইন অব কন্ট্রোল (এলওসি)-এর দুধনিয়াল সেক্টরে একটি ভারতীয় সামরিক পোস্টও ধ্বংস করে পাকিস্তানের স্থল সেনারা।

এর আগে পাকিস্তানের ৫টি স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করেন পাক ডিজি আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। ভারত পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাঘ এবং মুজাফফরাবাদ এই পাঁচটি স্থানে বিমানযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানান তিনি।

তিনি আরো জানান, ভারতের কাপুরুষোচিত হামলার জবাবে অভিযানে অংশ নেওয়া সব পাকিস্তানি যুদ্ধবিমান নিরাপদ রয়েছে। বিনা উসকানিতে হামলা শুরুর উপযুক্ত জবাব দেওয়া হচ্ছে। নিরীহ পাকিস্তানিদের রক্ত বৃথা যাবে না। এর প্রতিশোধ অবশ্যই নেওয়া হবেই।

এই পাল্টাপাল্টি হামলার মধ্যে দিয়ে দক্ষিণ এশিয়ায় দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আনলে তা বিস্তৃত সামরিক সংঘাতে রূপ নিতে পারে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img