পাক-ভারত পাল্টাপাল্টি হামলার ঘটনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ ইসহাক দারের মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে।
তুরস্কের একটি কূটনৈতিক সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
ট্রেন্ড রিপোর্ট নামে একটি গণমাধ্যম বলেছে, এই ফোনালাপে পাকিস্তানে ভারতের কাপুরুষোচিত হামলার বিষয়ে আলোচনা করেছেন উভয় নেতা। যদিও এ বিষয়ে বিস্তারিত কোন তথ্য গণমাধ্যমগুলোতে উল্লেখ করা হয়নি।
এর আগে, মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের মাটিতে হামলা চালায় ভারতীয় বাহিনী। পাল্টা জবাবে ভারতের ৫ টি যুদ্ধবিমান ভূপাতিত করে ইসলামাবাদ। শুধু তাই নয়, একটি ব্রিগেড সদর দপ্তর ও একটি সামরিক পোস্ট ধ্বংস করেছে পাকিস্তানের সেনাবাহিনী। এছাড়াও গ্রেফতার হয়েছে পাকিস্তানে হামলা চালাতে এসে ভূপাতিত বিমানের পাইলটরা।
সূত্র: এ নিউজ