বৃহস্পতিবার, মে ৮, ২০২৫

পাকিস্তানে ভারতের হামলা; উগ্র মোদি সরকারকে কংগ্রেসের সমর্থন

spot_imgspot_img

পাকিস্তানে ভারতের উগ্র হিন্দুত্ববাদী মোদি সরকারের সামরিক আগ্রাসনকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছে দেশটির প্রধান বিরোধী দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। দলটির নেতা রাহুল গান্ধী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, আমাদের সশস্ত্র বাহিনীকে নিয়ে গর্বিত। জয় হিন্দ!

বুধবার (৭ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা।

বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, আমরা আমাদের সেনাবাহিনীর সাহস ও অঙ্গীকারকে কুর্নিশ জানাই। পহেলগাঁও হামলার দিন থেকেই কংগ্রেস স্পষ্টভাবে সেনাবাহিনী ও সরকারের পাশে আছে এবং সীমান্তপারের সন্ত্রাসবাদের বিরুদ্ধে যেকোনো কঠোর পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছে।

তিনি আরও বলেন, জাতীয় ঐক্য ও সংহতি এখন সবচেয়ে বেশি প্রয়োজন। কংগ্রেস বরাবরই জাতীয় স্বার্থকে শীর্ষে রেখেছে এবং অতীতেও আমাদের নেতারা তা প্রমাণ করেছেন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img