বুধবার (৭ মে) সকালে শাকরগড় সেক্টরে আরও একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।
আন্তর্জাতিক সীমানা লংঘন করে পাকিস্তানের প্রবেশ করতে গেলে ড্রোনটি ভূপাতিত করা হয় বলে জানিয়েছে পাকিস্তানের নিরাপত্তা সূত্র।
পাকিস্তান রেঞ্জার্স জানিয়েছে, ড্রোনটি আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে কিছু সময়ের জন্য পাকিস্তানের আকাশে উড়েছিল। তবে খুব দ্রুতই তা ভূপাতিত করা হয়েছে।
নিরাপত্তা সূত্র আরো জানায়, পাকিস্তান সশস্ত্র বাহিনী সম্পূর্ণভাবে সতর্ক রয়েছে ও শত্রুর প্রতিটি আগ্রাসনের বিরুদ্ধে “উপযুক্ত জবাব” দিতে প্রস্তুত রয়েছে।
সূত্র: জিও টিভি