উগ্র হিন্দুত্ববাদী মোদি সরকারের নেতৃত্বাধীন ভারত পাকিস্তানে হামলার জন্য ৮০টি যুদ্ধবিমান ব্যবহার করেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।
বুধবার (৭ মে) জাতীয় পরিষদের জরুরী সভায় তিনি একথা জানান।
পাক প্রধানমন্ত্রী বলেন, ভারতের অভিযান সম্পর্কে পাকিস্তান আগ থেকেই অবগত ছিলো। অপেক্ষা ছিলো শুধু তাদের বিমান উড়ার ও আমরা তা অতল সমুদ্রে নিক্ষেপ করার।
গত রাতে পূর্ণ প্রস্তুতির সাথে হামলা চালিয়েছে ভারত। কিন্তু আমরা তাদের পরিকল্পনা বাস্তবায়ন ব্যর্থ করে দিয়েছি। হামলায় তাদের ৮০টি যুদ্ধবিমান অংশ নেয়। কিন্তু আমাদের সেনারাও ২৪ ঘন্টা প্রস্তুত ছিলো। অপেক্ষায় ছিলো উড্ডয়নের সাথে সাথে বিমান ভূপাতিত করার। আমরা প্রতিরোধে সতর্কতা দেখিয়েছি। নাহয় ৫টির জায়গায় ১০টি বিমান ভূপাতিত হতে দেখতো সবাই।
তিনি আরো বলেন, যারা প্রচার করে বেড়াতো পাকিস্তান প্রচলিত যুদ্ধ কৌশলে পিছিয়ে আছে, তারা গত রাতে আমাদের কৌশল হারে হারে টের পেয়েছে। রাফায়েল নিয়ে তাদের অহংকারের অন্ত ছিলো না। কিন্তু আমরা যেসব বিমান ভূপাতিত করেছি তাতে তিন তিনটি রাফায়েলও ছিলো।
এছাড়াও বলেন, পাকিস্তান পারমাণবিক শক্তিধর এমন রাষ্ট্র যার জনসংখ্যা ২৪ কোটি। হামলার প্রতিরোধ ও জবাব যেভাবে দিয়েছি বিশ্ব এখন আমাদের দিকে নতুন করে দেখবে। (সামরিক) সহায়তার জন্য আমাদের অনুরোধ করবে।
এর আগে গত ২৯ ও ৩০ এপ্রিল আমরা আকাশে উড়তে থাকা ভারতীয় রাফায়েলের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে জ্যাম করে দিয়েছিলাম। কিছু বুঝে উঠতে না পেরে পরবর্তীতে বাধ্য হয়ে তাদের শ্রীনগরে অবতারণ করতে হয়।
গতরাতে যা হয়েছে তা অতীতের ন্যায় ঘন অন্ধকারে পাকিস্তানে ঢুকে ভারতের কাপুরুষোচিত হামলার প্রচেষ্টা। কিন্তু আল্লাহর রহমত ও ২৪ কোটি জনগণের দোয়ায় পাক সেনারা এর দাঁতভাঙা জবাব দিয়েছে। অন্ধকারাচ্ছন্ন রাতকে চাঁদনি রাতে পরিণত করেছে।
সূত্র: বিবিসি