ইনসাফ | মাহবুবুল মান্নান
চট্টগ্রামে ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার ও চন্দনাইশের হাশিমপুরের সিকদারপাড়া ওয়েলফেয়ার ট্রাস্টের মধ্যে চিকিৎসাসেবা সংক্রান্ত এক কর্পোরেট চুক্তি সম্পন্ন হয়েছে। এই চুক্তির আওতায় সিকদারপাড়া ওয়েলফেয়ার ট্রাস্টের সকল সদস্য এবং তাদের পরিবারবর্গ র্চিকিৎসা সেবা সংক্রান্ত (যাবতীয় পরীক্ষা-নিরীক্ষায়) বিশেষ সুবিধা ভোগ করবেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রামের ইবনে সিনা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের কনফারেন্স রুমে এ চুক্তি সম্পন্ন হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইবনে সিনা ট্রাস্টের পক্ষে অতিরিক্ত পরিচালক ও মার্কেটিং বিভাগের প্রধান আ ন ম তাজুল ইসলাম এবং সিকদার পাড়া ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে ট্রাস্টের সভাপতি মুহাম্মাদ আবছার উদ্দিন চৌধুরী চুক্তি স্বাক্ষর করেন।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইবনে সিনা ট্রাস্ট মার্কেটিং বিভাগের প্রধান ও অতিরিক্ত পরিচালক জনাব তাজুল ইসলাম এবং সিকদারপাড়া ওয়েলফেয়ার ট্রাস্টের উপদেষ্টা অধ্যাপক মুহাম্মাদ হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার ট্রাস্টের সাধারণ সম্পাদক কামরুদ্দিন চৌধুরী সজীব, ট্রাস্টের উপদেষ্টা খোরশেদ আলম চৌধুরী, আজিজুল হক চৌধুরী, হাজী আব্দুল মান্নান, এডভোকেট সাইদুল হাসান, ইঞ্জিনিয়ার এ.এইচ.এম মারুফ উদ্দীন টিটু, মোবাশ্বের উদ্দীন চৌধুরি আসিফ, ইঞ্জিনিয়ার আশেক এলাহী, আমজাদ হোসেন ও ইবনে সিনা ট্রাস্টের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।