বৃহস্পতিবার | ১ জানুয়ারি | ২০২৬
spot_img

বিশ্বে করোনা শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ২৫ কোটি

করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে বিশ্বজুড়ে শনাক্তের সংখ্যা ২৫ কোটি ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে চার লাখ ১৫ হাজার ৬০৮ জন শনাক্তের পর এ সংখ্যা দাঁড়াল।

রোববার (৭ নভেম্বর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা যায়।

এদিকে গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে ছয় হাজার ৩০৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ লাখ ৬০ হাজার ১২২ জনে। আর সুস্থ হয়েছেন ২২ কোটি ৬৪ লাখ ৪৩ হাজার ৮৬৭ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত হয়েছে আমেরিকায়। দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন চার কোটি ৭৩ লাখ ১৩ হাজার ৪১২ জন। তাদের মধ্যে মারা গেছেন সাত লাখ ৭৫ হাজার ৯৫ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন তিন কোটি ৭৩ লাখ ১১ হাজার ৬৬৬ জন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ