মঙ্গলবার | ২৭ জানুয়ারি | ২০২৬
spot_img

সুবিধাবঞ্চিত শিক্ষার্থী‌দের মাঝে হাসানাহ ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ

হাসানাহ ফাউন্ডেশনের উদ্যোগে বাগেরহাটে সুবিধাবঞ্চিত শিক্ষার্থী‌দের মাঝে এক বছরের প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলায় ১০ প্রতিষ্ঠানের প্রায় ২৫০ শিক্ষার্থীদের মাঝে এসব বিতরণ করা হয়। ড. মিজানুর রহমান আজহারি প্রতিষ্ঠিত হাসানাহ ফাউন্ডেশন এসবের আয়োজন করে।

আয়োজনে অতিথি উপস্থিত ছিলেন, মসজিদ-উত-তাকওয়া সোসাইটি ধানমন্ডির খতিব মুফতি সাইফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের দায়িত্বশীল কর্মকর্তারা।

শিক্ষা উপকরণগুলোর মধ্যে ছিলো- স্কুল ব্যাগ, কলম, পেন্সিল ও ইরেজার, বড় নোট খাতা (৪টি), জ্যামিতি বক্স, পেন বক্স, দৈনন্দিন দুআ সম্বলিত ফ্ল্যাশ কার্ড, ইসলামি বই (ছোটদের নবি-রাসূল সিরিজ)

এর আগে, বগুড়ার শিবগঞ্জ উপজেলার শোলাগাড়ি গ্রামের চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝেও একই ধরনের শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করে ফাউন্ডেশনটি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ