বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

মুক্তিকামী ফিলিস্তিনী জাতি সংগ্রাম থেকে সরে দাঁড়াবে না: ইসলামী জিহাদ আন্দোলন

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বর্বরোচিত হামলায় জর্দান নদীর পশ্চিম তীরে দুই ফিলিস্তিনির শাহাদাতের ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামি জিহাদ আন্দোলন।

জিহাদ আন্দোলনের মুখপাত্র তারিক ইজ্জাদ্দিন এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, ইসরাইলিদের এই অপরাধযজ্ঞের স্বরূপ বিশ্ববাসীর সামনে তুলে ধরতে হবে। পশ্চিম তীরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং ইহুদিবাদীদের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় থেকে প্রমাণিত হয়, মুক্তিকামী এ জাতি তাদের মাতৃভূমি দখলমুক্ত করার সংগ্রাম থেকে সরে দাঁড়াবে না।

দুই শহীদ ফিলিস্তিনির পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে জিহাদ আন্দোলনের মুখপাত্র বলেন, দখলদার ও বসতি স্থাপনকারী ইহুদিবাদীদের অপরাধযজ্ঞের স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে তেল আবিবের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রতিরোধ যুদ্ধ বিশেষ করে সশস্ত্র প্রতিরোধ চালিয়ে যাওয়া হবে। নির্যাতিত ফিলিস্তিনি জনগণের ওপর ইহুদিবাদীদের অপরাধযজ্ঞ বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না।

এর আগে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকালে পশ্চিম তীরের নাবলুস শহরের বালাতা শরণার্থী শিবিরে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের পাশবিক গুলিবর্ষণে ২১ বছর বয়সি ফিলিস্তিনি যুবক বাকির হাশশাষ শহীদ হন। এছাড়া একই দিন পশ্চিম তীরের সাফা গ্রাম থেকে কর্মস্থলে যাচ্ছিলেন ২৫ বছর বয়সি যুবক মুস্তফা ইয়াসিন। এ সময় অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিবাদী সন্ত্রাসীরা গাড়িচাপা দিয়ে ইয়াসিনকে শহীদ করে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img