জার্মান প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টাইনমেয়ার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে মার্কিন পররাষ্ট্রনীতির তীব্র সমালোচনা করেছেন। তিনি সতর্ক করে বলেন, বিশ্ব যেন এমন এক ডাকাতের আখড়াতে পরিণত না হয়, যেখানে শক্তিধর ও নির্লজ্জরা যা খুশি দখল করে নিতে পারে। হুমকিপূর্ণ পরিস্থিতিতে সক্রিয় হস্তক্ষেপ প্রয়োজন বলেও জানান ফ্রাংক ওয়াল্টার স্টেইনমায়ার।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বৈশ্বিক গণতন্ত্র ইতিহাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। তার বক্তব্যে ইঙ্গিত ছিল, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরানোর মতো সাম্প্রতিক ঘটনাগুলোর দিকে।
বুধবার (৭ জানুয়ারি) এক সিম্পোজিয়ামে দেওয়া বক্তব্যে স্টাইনমেয়ার এসব কথা বলেন।
জার্মান প্রেসিডেন্টের পদ মূলত আনুষ্ঠানিক হলেও, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার বক্তব্য আন্তর্জাতিক পরিসরে গুরুত্ব বহন করে। তিনি বলেন, রাজনীতিকদের তুলনায় প্রেসিডেন্ট হিসেবে তিনি বেশি স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করতে পারেন।
স্টাইনমেয়ার বলেন, রাশিয়ার ক্রিমিয়া দখল এবং ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন ছিল একটি ঐতিহাসিক মোড়। কিন্তু এখন আমেরিকার আচরণ বিশ্ব রাজনীতিতে দ্বিতীয় বড় ধরনের ভাঙন সৃষ্টি করেছে।
তিনি বলেন, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার যুক্তরাষ্ট্র, যারা এই বিশ্বব্যবস্থা গঠনে সহায়তা করেছিল, তারাই এখন সেই মূল্যবোধ ভেঙে ফেলছে।
তিনি আরও বলেন, বিশ্ব যেন এমন জায়গায় পরিণত না হয়, যেখানে সবচেয়ে নির্দয়রা যা ইচ্ছা তা দখল করে নেয় বা দেশগুলো কয়েকটি বড় শক্তির সম্পত্তি হিসেবে বিবেচিত হয়, যা ঠেকানোই এখন প্রধান চ্যালেঞ্জ।
সূত্র : রয়টার্স











