শুক্রবার, মে ১৬, ২০২৫

পশ্চিম তীরে ইহুদি বসতি নির্মাণ স্থগিত করা হবে না : ইসরায়েলী অর্থমন্ত্রী

spot_imgspot_img

গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে সাক্ষাতে অবৈধ বসতি সম্প্রসারণ বন্ধ করার জন্য চাপ প্রয়োগ করেন। তবে এ ঘটনার এক সপ্তাহ পার হতে না হতেই নেতানিয়াহুর উগ্র ডানপন্থী মিত্রদের একজন বলেছেন, দখলকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি নির্মাণ স্থগিত করা হবে না।

গতকাল মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ইসরায়েলের নতুন অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের ‘রিলিজিয়াস জায়োনিসম পার্টির’ পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই ঘোষণাটি দেওয়া হয়েছে।

ইসরায়েলের প্রচলিত একটি শব্দ ব্যবহার করে বিবৃতিতে বলা হয়েছে, “জুডিয়া ও সামরিয়াতে কোনো নির্মাণ স্থগিত হবে না।”

উল্লেখ্য, বেজালেল স্মোট্রিচ ও তার সহকর্মীরা বিশ্বাস করেন ইসরায়েল কখনো ইহুদি ও গণতান্ত্রিক উভয়ই হতে পারে না। তার মতে ইসরায়েলের একচেটিয়া অধিকার রয়েছে ফিলিস্তিনিদের তাদের পবিত্র ভূমি থেকে বের করে দেওয়ার। এছাড়াও তারা মনে করে, ইসরায়েলকে পশ্চিমাদের উদারনীতি থেকে সাবধান হতে হবে। প্রয়োজনে যুক্তরাষ্ট্রের হুকুম প্রত্যাখ্যান করতে হবে।

সূত্র: মিডিল ইস্ট মনিটর

সর্বশেষ

spot_img
spot_img
spot_img