গত মাসের ভূমিকম্পের কারণে তুরষ্কের অর্থনীতি অত্যন্ত উচ্চ মুদ্রাস্ফীতির সম্মুখীন হয়েছে। তবে নির্বাচনের আগেই ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকে ৫ বিলিয়ন মার্কিন ডলার জমা করেছে সৌদি আরব।
গত সোমবার (৬ মার্চ) “সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট” থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্টের চেয়ারম্যান আহমেদ আল-খতিব ও তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সাহাপ কাভসিওগ্লুর সাথে একটি ৫ বিলিয়ন মার্কিন ডলারের আমানত চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, “এই আমানত সৌদি আরব ও তুরস্কের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ সহযোগিতা এবং ঐতিহাসিক সম্পর্কের একটি প্রমাণ।”
উল্লেখ্য; ২০১৮ সালের সৌদি আরবে ইস্তাম্বুল কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার ঘটনার পর এই পদক্ষেপটি রিয়াদ ও আঙ্কারার মধ্যকার সম্প্রীতিকে তুলে ধরেছে।
সূত্র: জিও নিউজ