এখন পর্যন্ত পাকিস্তানের আকাশ সীমায় অনুপ্রবেশের সময় ভারতের বারোটি ড্রোন ভূপাতিত করেছে পাক সেনারা।
বৃহস্পতিবার (৮ মে) এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।
পাকিস্তানের সামরিক মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, করাচি এবং লাহেরাসহ পাকিস্তনের বিভিন্ন স্থানে ইসরাইলের তৈরী হারোপ ড্রোন পাঠিয়েছে ভারত। আমাদের সেনার সেসব ধ্বংস করেছে, এখন ধ্বংসাবশেষ সংগ্রহ করার কাজ চলছে।
তিনি বলেন, পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় ড্রোন পাঠানো অব্যাহত রয়েছে। ভারতকে এই নগ্ন আগ্রাসনের জন্য চরম মূল দিতে হবে।
তবে এখন পর্যন্ত ভারতের ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: রয়টার্স