প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর একটি পত্র দিয়েছেন দেওনার পীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও আল হাইআতুল উলয়া লিল জামিআ’তিল কওমিয়া বাংলাদেশ। প্রতিক্রিয়ায় পত্রটিকে তাঁর ব্যক্তিগত বলে উল্লেখ করা হয়েছে।
তবে এবার দেশের কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ কর্তৃক প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় দেওনার পীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী পরিচালিত গাজীপুরের কাপাসিয়ায় অবস্থিত “মাদরাসা দাওয়াতুল হক দেওনা” -এর নিবন্ধন সাময়িক স্থগিত করা হয়।
রোববার (৭ আগস্ট) খাস কমিটির মিটিং থেকে বোর্ডের দায়িত্বশীলদের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
এর আগে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে জরুরি বৈঠক করেছে আল হাইআতুল উলয়া লিল জামিআ’তিল কওমিয়া বাংলাদেশের একটি প্রতিনিধি দল।
বৈঠকে আগামী ১০ আগস্ট (বুধবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিতব্য সভায় অংশগ্রহণে অপারগতা প্রকাশ করে আল হাইআতুল উলয়া লিল জামিআ’তিল কওমিয়া বাংলাদেশ।