পাকিস্তান জাতীয় পরিষদের বিরোধী দলনেতার পদ থেকে অপসারিত হলেন ইমরান খান প্রতিষ্ঠিত দল পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) নেতা ওমর আইয়ুব।
শুক্রবার (৮ আগস্ট) ডন নিউজের এক প্রতিবেদনে একথা জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার পিটিআই নেতা ওমর আইয়ুবকে বিরোধী দলনেতার পদ থেকে অপসারণ করেছেন। ওমর আইয়ুব ও তার দলের কাছ থেকে বিরোধী দলীয় চেম্বারও প্রত্যাহার করা হয়েছে।
এতে আরো বলা হয়, সংসদীয় নেতা হিসেবে জারতাজ গুল এবং উপ-সংসদীয় নেতা হিসেবে আহমেদ চাথারের পদ দুটিও খালি রাখা হয়েছে। মাননীয় স্পিকার এব্যাপারে সংসদকে অবহিত করেছেন।
ফয়সালাবাদের সন্ত্রাসবিরোধী আদালতের সাম্প্রতিক রায়ের প্রেক্ষিতে দেশটির নির্বাচন কমিশন সিনেটের বিরোধীদলীয় নেতা শিবলি ফরাজ এবং জাতীয় পরিষদের বিরোধীদলীয় নেতা ওমর আইয়ুব সহ ৯ জন সংসদ সদস্য এবং একজন সিনেটরকে অযোগ্য ঘোষণা করলে তাদেরকে তাদের পদ থেকে অপসারণ করা হয়। ৯ মে’র ঘটনায় এসব পিটিআই নেতা সহ মোট ১৯৬ জনকে ১০ বছর কারাদণ্ডের সাজা শুনায় আদালত।
সংবাদমাধ্যমের তথ্যমতে, সিনেট ও জাতীয় পরিষদের নতুন বিরোধী নেতার জন্য বিরোধী দল এবং স্পিকারের মধ্যে শীগ্রই পরামর্শ ও প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হবে। নির্বাচিত হওয়ার পর, জাতীয় পরিষদের স্পিকার নতুন বিরোধীদলীয় নেতার একটি বিজ্ঞপ্তি জারি করবেন। পিটিআইয়ের স্বতন্ত্র সদস্যদের সংসদীয় নেতা এবং উপ-সংসদীয় নেতা হওয়ার জন্য পুনরায় মনোনয়ন দিতে হবে।