বুধবার | ১৬ জুলাই | ২০২৫

বরিশালে হরিণের মাংস ও চামড়াসহ ৪ জন গ্রেফতার

spot_imgspot_img

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার গ্রাম থেকে হরিণের ৩৭ কেজি মাংস এবং ৬টি হরিণের চামড়াসহ ৪ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (৯ আগস্ট) রাত ১১টার দিকে ওই গ্রামে ‘আলো শিখা সমাজ উন্নয়ন সংস্থা’র তৃতীয় তলা থেকে ওই মাংস ও চামড়া উদ্ধার করে পুলিশ।

তারা হলেন- স্থানীয় বাসিন্দা স্যামুয়েল হালদারের ছেলে ও ওই সংস্থার নির্বাহী পরিচালক জেমস মৃদুল হালদার, নবগ্রামের বাসিন্দা অজিত সরকারের ছেলে বিপ্লব সরকার, আহুত বাটরার বাসিন্দা রায় চন্দ্র হাওলাদারের ছেলে সুনীল চন্দ্র এবং রাজিহারের বাসিন্দা চৈতন্য সরকারের ছেলে খোকন সরকার।

আগৈলঝাড়া থানার ওসি মুহাম্মাদ গোলাম ছরোয়ার বলেন, আটককৃতরা এনজিও’র তিনতলা ভবনের তৃতীয় তলায় গোপনে হরিণ জবাই করে তার মাংস বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই ভবনে অভিযান চালানো হয়। এ সময় হাতেনাতে ওই ৪ ব্যক্তিকে গ্রেফতার এবং হরিণের মাংস ও চামড়া উদ্ধার করা হয়।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img