নিজেদের নাগরিককেই হত্যা করে বসেছে ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনারা।
শনিবার (৭ অক্টোবর) আসকালান শহরে এই ঘটনা ঘটে।
ইসরাইলী সেনাদের পক্ষ থেকে বলা হয়, ফিলিস্তিনি মনে করে আসকালানে এক ইসরাইলীর উপর আক্রমণ চালিয়েছে তাদের সেনারা। এতে ওই ব্যক্তিটি নিহত হোন। পরে জানা যায়, সে ইসরাইলেরই এক ইহুদি নাগরিক।
সূত্র: আল জাজিরা











