সোমবার | ১৫ ডিসেম্বর | ২০২৫

তাজিকিস্তান সফরে যাচ্ছেন পুতিন

একটি সরকারি সফরে তজিকিস্তান যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সফরে তিনি তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমাম আলি রহমান এর সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করবেন।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাস সংবাদ সংস্থা।

প্রতিবেদনে বলা হয়, এ সফরে পুতিন রাশিয়া–মধ্য এশিয়া দ্বিতীয় সম্মেলনে অংশ নেবেন, যা মূলত রাশিয়া, মধ্য এশিয়া এবং অঞ্চলভুক্ত দেশগুলোর মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা প্রসারে কেন্দ্রীভূত হবে।

প্রতিবেদনে আরও বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট অর্থনৈতিক সহযোগিতা সংস্থা ইকোনমিক কো-অপারেশন অর্গানাইজেশনের সদস্য রাষ্ট্রগুলোর নির্বাহী পরিষদের বৈঠকেও যোগ দেবেন এবং এই সভায় সদস্য দেশগুলো ২০টি সহযোগিতা চুক্তি/দস্তাবেজে স্বাক্ষর করার কথা রয়েছে।

সূত্র: আরটিএ

spot_img
spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img