সোমবার | ১৫ ডিসেম্বর | ২০২৫

গাজ্জা গণহত্যায় সহযোগিতা; ইতালির প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আইসিসিতে মামলা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় চলমান ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি গণহত্যায় সহযোগিতার অভিযোগে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, তার সরকারের দুইমন্ত্রীসহ চারজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) অভিযোগ দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরএআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে জর্জিয়া মেলোনি নিজেই এ তথ্য জানান।

মেলোনি জানান, তিনি ছাড়াও প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রোসেত্তো, পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়ানি এবং দেটির প্রধান অস্ত্র ও মহাকাশ শিল্প প্রতিষ্ঠান লিওনার্দোর- এসপিএ প্রধান নির্বাহী রবার্তো চিনগোলানিতের নামে অভিযোগ দায়েরের বিষয়টি তাকে জানিয়েছে আইসিসি।

নিজের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে বলেন মেলোনি বলেন, ‘আমি মনে করি না পৃথিবীতে বা ইতিহাসে এই ধরণের অভিযোগের আর কোনও ঘটনা আছে।’ তবে কাদের পক্ষ থেকে ওই মামলা দায়ের করা হয়েছে, তা স্পষ্ট করে বলেননি তিনি।

এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত ১ অক্টোবর দায়েরকৃত এই অভিযোগপত্রে বিভিন্ন দেশের আইনের অধ্যাপক, আইনজীবী এবং বেশ কয়েকজন জনসাধারণসহ প্রায় ৫০ জন স্বাক্ষর করেছেন, যারা মেলোনি এবং অন্যদের বিরুদ্ধে দখলদার ইসরাইলে অস্ত্র সরবরাহের মাধ্যমে জড়িত থাকার অভিযোগ এনেছেন।

অভিযোগপত্রে বলা হয়েছে, ‘ইসরাইলি সরকারকে সমর্থন করে, বিশেষ করে প্রাণঘাতী অস্ত্র সরবরাহের মাধ্যমে ইতালিয়ান সরকার ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চলমান গণহত্যা এবং অত্যন্ত গুরুতর যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে জড়িত হয়ে উঠেছে।’

এএফপি আরও জানিয়েছে, মেলোনির নাম উল্লেখ করে অভিযোগ দায়েরের পেছনে থাকা ফিলিস্তিনি অ্যাডভোকেসি গ্রুপটি আইসিসিকে ইতালীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগের আনুষ্ঠানিক তদন্ত শুরু করার আহ্বান জানিয়েছে।

প্রসঙ্গত, গত জুলাই মাসে গাজ্জায় গণহত্যা চালাতে ইসরাইলকে সহায়তাকারী আন্তর্জাতিক কোম্পানিগুলোর তালিকা প্রকাশ করেছেন ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোটার ফ্রান্সেসকা আলবানিজ। এ তালিকায় অন্যতম ইসরাইলকে সামরিক সরঞ্জাম সরবরাহ করায় প্রধান ভূমিকা রেখেছে ইতালির অস্ত্র কোম্পানি লিওনার্দো এসপিএ।

উল্লেখ্য, গাজ্জায় মানবাধিকার লঙ্ঘণ ও মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি।

spot_img
spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img