শুক্রবার | ১০ অক্টোবর | ২০২৫

মালিতে রুশ সেনাদের গাড়ি বহরে নুসরাতুল ইসলামের হামলা

মালিতে রুশ সেনাদের গাড়ি বহরে হামলা চালিয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠী জামায়াতে নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমীন (জেএনআইএম)।

বুধবার (৮ অক্টোবর) ক্লাশ রিপোর্টের এক প্রতিবেদনে একথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মালিতে জেএনআইএমের অ্যাম্বুশের শিকার হয়েছে রুশ সেনাদের গাড়ি বহর। এতে তাদের ৭টি সামরিক যান ধ্বংস হয়ে গিয়েছে।

এছাড়াও জানানো হয় যে, হামলায় রাশিয়ার কয়েকজন ভাড়াটে সেনাও গোষ্ঠীটির হাতে আটক হয়েছে।

অপরদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার জন্য পশ্চিমা সমর্থিত লিবিয়ার দাবাইবার সরকার ও ইউক্রেনকে দায়ী করে বিবৃতি দেয়।

বিবৃতিতে বলা হয়, ইউক্রেন পশ্চিমাদের থেকে পাওয়া অস্ত্র বুরকিনা ফাসো, মালি, নাইজার এবং সুদানের সন্ত্রাসীদের কাছে বিক্রি করছে। লিবিয়া হয়ে এসব অস্ত্র আফ্রিকার সাহিল অঞ্চলের দেশগুলোতে প্রবেশ করছে। লিবিয়ার দাবাইবার সরকার এতে সমর্থন জোগাচ্ছে।

উল্লেখ্য, জামায়াতে নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমীন (জেএনআইএম) আল কায়েদা সংশ্লিষ্ট একটি সশস্ত্র গোষ্ঠী। মালিতে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। আল শাবাবের ন্যায় এই গোষ্ঠীটিও আন্তর্জাতিক ভাবে নিষিদ্ধ ও সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত। তারাও দাবী করে থাকে যে, ইউরোপীয় উপনিবেশ দূর করতে ও ইসলামী শাসন প্রতিষ্ঠায় তারা সশস্ত্র আন্দোলন চালিয়ে যাচ্ছে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img