শনিবার | ৮ নভেম্বর | ২০২৫

শিক্ষাখাত সংস্কার না করা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: হান্নান মাসউদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, শিক্ষাখাত সংস্কার না করা এবং শিক্ষকদের প্রতি বৈষম্য নিরসন না করা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি।

সরকারকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, শিক্ষকদের সঙ্গে আলোচনা করে যৌক্তিক দাবি মেনে নিন। হাসিনার মতো আর কোনো শিক্ষকের গায়ে হাত তুলবেন না।

শনিবার (৮ নভেম্বর) সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে গিয়ে তিনি এ কথা বলেন।

হান্নান মাসউদ বলেন, এনসিপি আগামী নির্বাচনে এককভাবে অংশগ্রহণ করবে। আর আগামী ১০ বছরের মধ্যে এনসিপি ক্ষমতায় যাবে। ক্ষমতায় গেলে ন্যায্য দাবি পূরণ করা হবে।

উল্লেখ্য, ১০ম গ্রেডে উন্নীত করাসহ তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। তারা বলেন, বারবার আশ্বাস দিয়েও শিক্ষকদের আর্থিক সক্ষমতা ও সামাজিক মর্যাদা বৃদ্ধির দৃশ্যমান কোনো উদ্যোগ সরকার নিচ্ছে না। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img