শনিবার | ৮ নভেম্বর | ২০২৫

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে ‘অস্থিতিশীলতা’র নিন্দা আমেরিকার

উত্তর কোরিয়ার সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনায় ‘উদ্বেগ’ জানিয়েছে আমেরিকা। দেশটি বলেছে, এ বিষয়ে তারা মিত্র ও অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে আলোচনা করছে।

এক বিবৃতিতে মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড জানায়, এই ঘটনার ফলে মার্কিন জনবল, ভূখণ্ড কিংবা আমাদের মিত্রদের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি তৈরি হয়নি বলে আমরা মনে করি। তবে এ উৎক্ষেপণ উত্তর কোরিয়ার কর্মকাণ্ডের অস্থিতিশীল প্রভাবকে স্পষ্টভাবে তুলে ধরছে।

এদিকে জাপান জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি তাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাইরে গিয়ে পড়েছে। এই উৎক্ষেপণ ঘটেছে এমন এক সময়, যখন মাত্র এক সপ্তাহ আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই অঞ্চলে সফর করেছেন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকে আগ্রহ প্রকাশ করেছেন।

সফরকালে ট্রাম্প দক্ষিণ কোরিয়ার পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন নির্মাণ পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন।

বিশ্লেষকদের মতে, এই সাবমেরিন দক্ষিণ কোরিয়ার নৌ ও প্রতিরক্ষা সক্ষমতায় বড় ধরণের অগ্রগতি আনবে। এতে দেশটি এমন কিছু রাষ্ট্রের তালিকায় যুক্ত হবে, যাদের নিজস্ব পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন রয়েছে।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ চলাকালে পিয়ংইয়ং মস্কোর সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করেছে। তবে ট্রাম্পের বৈঠকের প্রস্তাবে এখনো কোনো সাড়া দেয়নি উত্তর কোরিয়া।

সূত্র: বাসস

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img