শুক্রবার | ৯ জানুয়ারি | ২০২৬
spot_img

পাক-আফগান ইস্যুতে মধ্যস্থতা থেকে সরে দাঁড়াল তুরস্ক

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার বিরোধ নিষ্পত্তিতে মধ্যস্থতার ভূমিকা থেকে সরে দাঁড়িয়েছে তুরস্ক।

তুর্কি সংবাদমাধ্যমের বরাতে কিছু ভারতীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কাবুল ও ইসলামাবাদের মধ্যকার বিরোধ মেটাতে তুরস্ক একাধিকবার মধ্যস্থতার উদ্যোগ নেয়। তবে এসব উদ্যোগ এখন পর্যন্ত কোনো ইতিবাচক ফল বয়ে আনতে পারেনি।

এ বিষয়ে এখনো ইমারাতে ইসলামিয়া পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

জানা গেছে, ইস্তাম্বুলে অনুষ্ঠিত আলোচনায় পাকিস্তানি প্রতিনিধিদলের আচরণ নিয়ে সমালোচনার পরই তুরস্ক মধ্যস্থতার ভূমিকা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। তুরস্ক আফগান পক্ষকে জানায়, পাকিস্তানি প্রতিনিধিদলের আচরণ ও অসদাচরণের কারণে তারা একটি প্রতিকূল প্রতিবেশীর সঙ্গে কাজ করতে বাধ্য হচ্ছে।

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ