বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

৩ ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করল ইসরাইল

ফিলিস্তিনের তিনজন যুবককে গুলি করে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) পশ্চিমতীরের নাবলুস শহরে ওই তিন ফিলিস্তিনিকে গুলি করে শহীদ করে ইসরাইলি বাহিনী।

জানা যায়, ফিলিস্তিনি নম্বরপ্লেটসহ একটি বেসামরিক গাড়ি নিয়ে ইসরাইলের গুপ্ত বাহিনী আল-মাখফিয়া এলাকায় অন্য একটি গাড়ির ওপর গুলিবর্ষণ শুরু করে। এতে ওই তিন ফিলিস্তিনি শহীদ হয়। পরে অন্য একজনকে ধরে নিয়ে গেছে ইহুদিবাদী বাহিনী।

পশ্চিমতীর ভিত্তিক ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয় একে হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছে।

নিহত তিন ফিলিস্তিনি পশ্চিমতীর-ভিত্তিক আল-আকসা শহীদ ব্রিগেডের সদস্য বলে নিশ্চিত করেছে সংগঠনটি। এ হত্যাকাণ্ডের বদলা নেওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেছে তারা।

গতকাল শহীদদের দাফন অনুষ্ঠানে পশ্চিমতীরের হাজার হাজার মানুষ অংশ নেন।

গাজাভিত্তিক ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এ হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলোকে ঐক্যবদ্ধ হয়ে সমুচিত জবাব দেওয়ার আহ্বান জানিয়েছে।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img

এই বিভাগের

spot_img