করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজ নেবেন রাষ্ট্রপতি মুহাম্মাদ আবদুল হামিদ। বুধবার বিকাল ৫টায় তার টিকা গ্রহণ করার কথা রয়েছে।
মঙ্গলবার (৯ মার্চ) রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি জয়নাল আবেদীন বিষয়টি জানিয়েছেন।
এর আগে গত ৪ মার্চ টিকার প্রথম ডোজ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ২৪ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটবোন শেখ রেহেনা করোনার টিকা গ্রহণ করেন।
উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি রাজধানীর ৫টি হাসপাতালে প্রথমবারের মতো করোনার টিকা প্রদান করা হয়। পরে গত ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী গণটিকাদান কার্যক্রম শুরু হয়। সারাদেশে ১০০৫টি কেন্দ্রে করোনার টিকা দেওয়া হচ্ছে। ইতোমধ্যেই অনেক মন্ত্রীরাও টিকার প্রথম ডোজ নিয়েছেন।