পুলিশ প্রধান (আইজিপি) ড. বেনজিরন আহমেদ বলেছেন, পুলিশের পেশা একটি ইন্টারন্যাশনাল সার্ভিস। সভ্য সমাজে পুলিশ ছাড়া কোনো দেশ কল্পনা করা যায় না। প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত ১২ বছরে পুলিশের সক্ষমতা অনেক বেড়েছে। দেশ এগিয়ে যাচ্ছে। পুলিশের প্রতি মানুষের প্রত্যাশা বেড়েছে। আমরা গণতান্ত্রিক মূল্যবোধে সমুন্নত একটি সুসংহত পুলিশ বাহিনী গড়ে তুলতে চাই।
মঙ্গলবার (৯ মার্চ) বিকালে রাজধানীর মিরপুরস্থ পুলিশ স্টাফ কলেজে একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পুলিশ প্রধান বলেন, দেশের উন্নয়নের পাশাপাশি পুলিশেরেও উন্নয়ন ঘটানো দরকার। তবে এটি একটি বড় চ্যালেঞ্জ। আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলা করব। যাতে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে পারি।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে আমাদের উত্তরণ হচ্ছে। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।