শনিবার, মে ১০, ২০২৫

ফিলিস্তিনের পশ্চিম তীর নিয়ন্ত্রণে নিতে চায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল

spot_imgspot_img

ফিলিস্তিনের পশ্চিম তীরের কিছু অংশ নিয়ন্ত্রণে নিতে চাচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

সোমবার (৮ মার্চ) ইসরাইলের টেলিভিশন আই২৪ নিউজের সাথে এক সাক্ষাতকারে অবৈধ ওই দেশটির বসতি স্থাপন বিষয়ক মন্ত্রী তেজাখি হানেগবি এমনটাই জানান।

উগ্র ইহুদী নেতা হানেগবি দাবি করে বলেন, এর কোনো যৌক্তিকতা নেই যে, জুদেয়া ও সামারিয়ার (পশ্চিম তীর) পাঁচ লাখ মানুষ ইসরাইলি আইনের অধীনে বাস করছেন না। আমরা গোলান হাইটসে যে পদক্ষেপ নিয়েছি, একইভাবে তা জুদেয়া ও সামারিয়ার ক্ষেত্রে নেবো।

এর আগে গত বছরের জুলাইয়ে তেল আবিবের দখলকৃত পশ্চিম তীরের অংশবিশেষ দখলের পরিকল্পনা করে করেছিল ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। তবে আন্তর্জাতিক চাপে ওই পরিকল্পনা স্থগিত করতে ইহুদিরা বাধ্য হয়।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img