শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫

গাজ্জায় ইসরাইলি গণহত্যার সমর্থনে ভারতে উগ্র হিন্দুত্ববাদীদের মিছিল

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। আর এতে সমর্থন জানিয়ে ভারতে মিছিল করেছে উগ্র হিন্দুত্ববাদীরা। মিছিলে ইসরাইলের পতাকা উত্তোলন ও অবৈধ দেশটির পক্ষে স্লোগান দেওয়া হয়।

এই মিছিলের নেতৃত্বে ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাবেক সংসদ সদস্য ও বিজেপি নেতা অর্জুন।

রবিবার (৬ এপ্রিল) হিন্দুদের ধর্মীয় উৎসব রামনবমীর মিছিলে পতাকা নিয়ে সমর্থন জানায় অর্জুন। সেখানে আরো বেশ কয়েকটি ইসরাইলি পতাকা উড়তে দেখা যায়।

পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, উগ্র হিন্দুত্ববাদী অর্জুনের ডান হাতে রয়েছে গেরুয়া পতাকা ও বাম হাতে ভারত ও ইসরাইলের মোট দুটি পতাকা।

এদিকে, এই ঘটনায় ভাটপাড়া থানায় অর্জুনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন উত্তর ২৪ পরগনা জেলার জগদ্দল বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক সোমনাথ শ্যাম ইচিনি।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, এক ধর্মীয় শোভাযাত্রায় ইসরায়েলের পতাকা প্রদর্শন করে বিজেপি নেতারা সুপরিকল্পিতভাবে পশ্চিমবঙ্গের ধর্মীয় সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছেন।”

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলোচনায় সোমনাথ শ্যাম বলেন, “অর্জুন সিং সব সময় অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেন। রামনবমী শোভাযাত্রায় অন্য দেশের পতাকা দেখানোর মাধ্যমে তিনি কী বার্তা দিতে চান? আজ ইসরায়েলের পতাকা, কাল অন্য কোনো দেশের পতাকা দেখাবেন? এটি বাংলার সংস্কৃতিকে আঘাত করার ষড়যন্ত্র।”

সূত্র: দি হিন্দু

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img