পূর্ব ভারতের বিহার রাজ্যে ওয়াকফ বোর্ডে নথিভূক্ত একটি জমি দখলের চেষ্টা চালিয়েছে উগ্র হিন্দুত্ববাদীরা। গভীর রাতে উক্ত জমির চারপাশে ইটের দেয়াল উঠিয়ে এলাকায় ত্রাসের সৃষ্টি করে জমি দখলদাররা। তবে স্থানীয় মুসলিম সম্প্রদায় ও ওয়াকফ বোর্ডের সম্মিলিত পদক্ষেপে উগ্র হিন্দুত্ববাদীদের জমি দখলের এই প্রচেষ্টা বানচাল হয়ে যায়।
শনিবার ওয়াকফ (সংশোধনী) বিল ২০২৫-এ ভারতীয় রাষ্ট্রপতির স্বাক্ষরের ঘন্টাখানেক ব্যবধানেই জমিটি দখল করতে যায় উগ্র হিন্দুত্ববাদীরা।
এলাকার বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী মুহাম্মাদ ইরফান সাংবাদিকদের জানান, গভীর রাতে ওয়াকফ করা জমির সামনে ইট, বালু ও সিমেন্ট ভর্তি একটি ট্রাক থামে। কিছুক্ষণ পরেই তারা জমিটির চারপাশে দেয়াল তোলা শুরু করে। তাৎক্ষণিক স্থানীয় মুসলিম সম্প্রদায় তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। এরপর ওয়াকফ বোর্ডের তৎপরতায় ঘটনাস্থলে এসে পৌঁছায় স্থানীয় প্রশাসন। এতে উগ্র হিন্দুত্ববাদী জমি দখলদাররা পালিয়ে যেতে বাধ্য হয়।
এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মতিহার জেলা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আফতাব আলম। ওয়াকফ (সংশোধনী) বিলকে দায়ী করে তিনি বলেন, “এটি কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। নতুন ওয়াকফ আইন একটি ভুল বার্তা দিয়েছে। দুষ্কৃতকারীরা মনে করছে তারা ওয়াকফ জমি দখলের জন্য সবুজ সংকেত পেয়ে গেছে। এটি বিপজ্জনক।”
তিনি আরো বলেন, “আমরা দোষীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের দাবি জানাচ্ছি। জেলা প্রশাসনকে মুসলিম ধর্মীয় জমি রক্ষা করতেই হবে, না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।”
উল্লেখ্য, ওয়াকফ বিল সংশোধনের মাধ্যমে ভারতীয় মুসলিমদের মসজিদ, মাদ্রাসা, খানকা, কবরস্থান ও ঈদগাহ দখলের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন উগ্র হিন্দুত্ববাদী সরকার। ওয়াকফ বিল পাশের পর চরম ইসলাম বিদ্বেষী অভিন্ন দেওয়ানি আইন সংসদে উত্থাপনের তাই তারা করছে বিজেপি সরকার।
সূত্র: ক্লারিয়ন ইন্ডিয়া