রবিবার | ১৪ সেপ্টেম্বর | ২০২৫

হজ্বযাত্রীদের ঈদের শুভেচ্ছা জানালেন সৌদি বাদশাহ

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ চলতি বছরের সব হজ্বযাত্রীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন।

শনিবার সৌদির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলে দেওয়া এক ভাষণে দেশটিতে অবস্থানরত সব হজ্বযাত্রীকে শুভেচ্ছা জানিয়ে বাদশাহ বলেন, করোনা মহামারি মোকাবিলায় সৌদি সরকারের ইতিবাচক প্রতিষ্ঠার ফলে চলতি বছর দেশের অভ্যন্তর ও বাইরের ১০ লাখ হজ্বযাত্রী হজ করতে পারছেন।

ভাষণে সৌদি বাদশাহ বলেন, হাজ্বীদের স্বাস্থ্যগত নিরাপত্তার জন্য সৌদি সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে এবং প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

শনিবারের ভাষণে চলতি বছরের হজ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত সৌদি সরকারের কর্মকর্তা ও কর্মচারির প্রশংসা করেন বাদশাহ। পাশপাশি সব হজ্বযাত্রীর হজ্ব যেন আল্লাহ কবুল করে নেন— সেজন্য দোয়া করেন তিনি।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img