রবিবার, মে ১১, ২০২৫

পাঞ্জশিরে ফিরলেন গণী সরকারের সাবেক কর্মকর্তা; দেওয়া হলো অবাধ চলাচলের নিশ্চয়তা

spot_imgspot_img

ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের আমিরুল মুমিনিন বা দেশটির সর্বোচ্চ নেতা মাওলানা হেবাতুল্লাহ আখুন্দজাদা কর্তৃক সাধারণ ক্ষমা ঘোষণার পর স্ব স্ব প্রদেশে ফিরছেন একের পর এক সাবেক পশ্চিমাপন্থী আশরাফ গনী সরকারের কর্মকর্তারা। শুধু তাই নয় তাদের চলাচলের জন্যও দেওয়া হচ্ছে পূর্ণ স্বাধীনতা।

সাম্প্রতিক সময়ে নিজ প্রদেশ পাঞ্জশিরে ফিরেছেন সাবেক সরকারের টানেল ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ বিভাগের প্রধান কর্মকর্তা জেনারেল মুহাম্মদ রাজিব। ফেরার পরপরই তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন পাঞ্জশিরের গভর্নর হাফিজ মুহাম্মাদ আগা হাকিম। এমনকি নিজ অফিসে ডেকে এনে বেশ আন্তরিকতার সাথে একটি বৈঠকও করেছেন তার সাথে।

বৈঠকে গভর্নর হাকিম বলেন, আফগানিস্তানের সর্বোচ্চ নেতা প্রাক্তন সরকারের সকল কর্মকর্তার প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, যাতে সকল শত্রুতা ভুলে গিয়ে একটি ইসলামিক ব্যবস্থার অধীনে সকল নাগরিকগণ ঐক্যবদ্ধ হতে পারে।

তিনি আরো বলেন, সংঘর্ষের যুগের পরিসমাপ্তির মাধ্যমে পুনর্গঠন ও উন্নয়নের যুগের সূচনা ঘটেছে। তাই এখন সবার উচিত উন্নয়ন কর্মকান্ডে অংশগ্রহণ করা।

এছাড়াও তিনি মুহাম্মাদ রাজিবকে কোন বিধি-নিষেধ ছাড়াই পূর্ণ স্বাধীনতার সাথে পাঞ্জশিরের যে কোন জায়গায় ভ্রমণের নিশ্চয়তা প্রদান করেছেন।

এদিকে, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের নীতির উপর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেনারেল রাজিব। এছাড়াও তিনি আফগানিস্তানের বর্তমান নিরাপত্তা ও স্থিতিশীলতার বিষয়ে প্রশংসা করেছেন।

সূত্র: বাখতার নিউজ এজেন্সি

সর্বশেষ

spot_img
spot_img
spot_img